
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এই শ্লোগানকে সামনে রেখে জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে জাজিরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) ২০২৩ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব -১৭) ২০২৩ শীর্ষক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন শনিবার বেলা সাড়ে ১১টায় জাজিরা সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্ভোদন করেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল।
এসময়ে উপস্থিত ছিলেন জাজিরা সরকারী মোহর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটি এম মতিউর রহমান, জাজিরা উপজেলা ক্রীড়াই সংস্থার সহ সভাপতি মাষ্টার মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাষ্টার মতিউল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন খান, কোষাদক্ষ মাস্টার সঞ্জিব কর্মকার, জাজিরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার, মুলনা ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল জলিল মাদবর, কুন্ডেরচর ইউনিয়নে চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, বিকেনগর ইউনিয়ন চেয়ারম্যান এসকান্দার ভূইয়া, পালেরচর ইউনিয়ন চেয়ারম্যান আবুল ফরাজি, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম নাজির মোঃ মোঃ মোশাররফ হোসেন, জাজিরা প্রেস ক্লাব এর সিনিয়র সহসভাপতি মোঃ শফিকুল ইসলাম, বিলাসপুর কুদ্দুস বেপারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শাহজাহান ভূইয়া সহ বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |