Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা

জাজিরায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা
জাজিরায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা

অভাব নয়, লোভই দুর্নীতির প্রধান কারন, এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের জাজিরায় দুর্নীতি দমন কমিশননের আয়েজনে জাজিরা সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এই বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন শনিবার বেলা ১১টায় বিতর্কে অংশগ্রহণ করেন জাজিরা বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ ও সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। জাজিরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাজিরা ডিগ্রি কলেজ বিশ্ব বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন আব্দুল্লাহ আল নোমান, সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের উপসহকারী পরিচালক নাহিদ ইমরান শাওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজ- উদ-দৌল্লাহ, সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটি এম মতিউর রহমান, জাজিরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মাওলানা আব্দুর রব হাসেমী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য মতিউল ইসলাম সেলিম, উপজেলা একাডেমি সুপার ভাইজার মোঃ খাইরুল ইসলাম, জাজিরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও জাজিরা উপজেলা প্রেস ক্লাব এর সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, জাজিরা বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুফিয়া আকতার, পুর্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিসুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ, বিতর্ক প্রতিযোগিতায় শেষে চ্যাম্পিয়ন রানারআপ সহ সকল প্রতিযোগী ও উপস্থিত সকল ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, এবং সকলেই দুর্নীতি বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ব্যাক্ত করেন।