
শরীয়তপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের আড়িগাঁও গ্রামের মরহুম আব্দুল গণি মাদবরের সুযোগ্য ছেলে মোঃ আতিকুর রহমান। তিনি বর্তমানে ৪৩নং বাইশরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। মোঃ আতিকুর রহমান ১৯৭৯ সালের ১লা আগষ্ট শরীয়তপুর জেলার পালং থানার তুলাসার ইউনিয়নের প্রসিদ্ধ আড়িগাও গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক পড়াশোনা বাইশরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই। ঐতিহ্যবাহী পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এসএসসি, সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে ১৯৯৮ সালে কৃতিত্বের সাথে এইচএসসি এরপর ঢাকা কলেজ থেকে ২০০৩ সালে বিএসএস, ২০০৬ সালে মাষ্টার্স(অর্থনীতি), ২০১১ সালে কলেজ নিবন্ধন এবং ২০১৭-২০১৮ইং সেশনে ডিপিএড ডিগ্রী অর্জন করেন। এছাড়া শরীয়তপুরের প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে ইংলিশ টট ট্রেইনার এবং ইংলিশ-ইন-একশন (টিচার ফ্যাসিলিটেটর) ট্রেইনার হিসেবেও জড়িত আছেন।
ব্যক্তিগত জীবনে তিনি সাত মাস বয়সী আরিয়া রহমান তাসকিয়া নামে এক কন্যা সন্তান-এর জনক। তার স্ত্রী আফরোজা সুলতানাও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।