Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে পাভেল মুন্সির নেতৃত্বে জনসচেতনতা মূলক মাইকিং

শরীয়তপুরে পাভেল মুন্সির নেতৃত্বে জনসচেতনতা মূলক মাইকিং
শরীয়তপুরে পাভেল মুন্সির নেতৃত্বে জনসচেতনতা মূলক মাইকিং

০৬ মে বুধবার শরীয়তপুর সদরের আংগারিয়া বাজারে ব্যবসায়ীদের লকডাউন নীতি মানতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সরকারি সকল নির্দেশনা মানতে পুলিশের সহযোগী হিসেবে এফ.সি আংগারিয়া (স্থানীয় ফুটবল ক্লাব) এর সদস্যদের কর্তব্য পালন করতে দেখা যায়।

এ কার্যক্রমে নেতৃত্বে ছিলেন এফ.সি আংগারিয়া’র অন্যতম পরিচালক ও যুবনেতা মাহমুদুল হাসান পাভেল মুন্সী।

এ সময় তার সাথে সহযোগী হিসেবে বৃষ্টির মধ্যেও কার্যক্রম চালিয়ে যান এফ.সি আংগারিয়ার সদস্য ও শরীয়তপুর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান।

এ কার্যক্রম সম্পর্কে পাভেল মুন্সী বলেন- আংগারিয়া বাজারের পার্শ্ববর্তী এলাকায় (চিতলিয়া) করোনা রোগী শনাক্ত হওয়ায় আমরা করোনার ঝুঁকিতে আছি। তাই করোনার বিস্তার থেকে এ বাজার এবং এ অঞ্চলের মানুষকে রক্ষায় আমরা প্রতিনিয়ত মানুষকে সচেতন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এফ.সি আংগারিয়ার কার্যক্রম সম্পর্কে এফ.সি আংগারিয়ার কর্ণধার রফিকুল হাসান রুবেল মুন্সীর ফেসবুক আইডি থেকে জানা যায়, তারা করোনা বিস্তারের শুরু থেকেই সামাজিক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তাদের এ কার্যক্রমে আংগারিয়া সহ অত্র অঞ্চলের দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ ব্যাপক প্রশংসা করেছেন।