
০৬ মে বুধবার শরীয়তপুর সদরের আংগারিয়া বাজারে ব্যবসায়ীদের লকডাউন নীতি মানতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে ও সরকারি সকল নির্দেশনা মানতে পুলিশের সহযোগী হিসেবে এফ.সি আংগারিয়া (স্থানীয় ফুটবল ক্লাব) এর সদস্যদের কর্তব্য পালন করতে দেখা যায়।
এ কার্যক্রমে নেতৃত্বে ছিলেন এফ.সি আংগারিয়া’র অন্যতম পরিচালক ও যুবনেতা মাহমুদুল হাসান পাভেল মুন্সী।
এ সময় তার সাথে সহযোগী হিসেবে বৃষ্টির মধ্যেও কার্যক্রম চালিয়ে যান এফ.সি আংগারিয়ার সদস্য ও শরীয়তপুর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান।
এ কার্যক্রম সম্পর্কে পাভেল মুন্সী বলেন- আংগারিয়া বাজারের পার্শ্ববর্তী এলাকায় (চিতলিয়া) করোনা রোগী শনাক্ত হওয়ায় আমরা করোনার ঝুঁকিতে আছি। তাই করোনার বিস্তার থেকে এ বাজার এবং এ অঞ্চলের মানুষকে রক্ষায় আমরা প্রতিনিয়ত মানুষকে সচেতন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এফ.সি আংগারিয়ার কার্যক্রম সম্পর্কে এফ.সি আংগারিয়ার কর্ণধার রফিকুল হাসান রুবেল মুন্সীর ফেসবুক আইডি থেকে জানা যায়, তারা করোনা বিস্তারের শুরু থেকেই সামাজিক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তাদের এ কার্যক্রমে আংগারিয়া সহ অত্র অঞ্চলের দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ ব্যাপক প্রশংসা করেছেন।