মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

দ্বিতীয় দিন অসহায় কৃষকের ধান কেটে দেয় শরীয়তপুর জেলা ছাত্রলীগ।

দ্বিতীয় দিন অসহায় কৃষকের ধান কেটে দেয় শরীয়তপুর জেলা ছাত্রলীগ।
দ্বিতীয় দিন অসহায় কৃষকের ধান কেটে দেয় শরীয়তপুর জেলা ছাত্রলীগ।

একদিকে কৃষকের জমিতে পাঁকা ধান। আরেক দিকে ঝড়বৃষ্টি। বেঁচে থাকার শেষ সম্বল জমিতে থাকা স্বপ্নের সোনালী ফসল ধান। এভাবে নষ্ট হয়ে যাবে! তাই ৩ নং ওয়ার্ডের চর পালং এলাকার অসহায় কৃষক গুলজার শেখ দিশাহারা হয়ে পড়েছে।

এমনই খবর শুনে জননেতা ইকবাল হোসেন অপু এমপির নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু নেতৃত্বে ১২ শতাংশ জমির ধান কেটে দেয় শরীয়তপুর জেলা ছাত্রলীগ।

১০ মে রবিবার সকাল ৬ টায় ধান কেটে কৃষক গুনজুর আলী শেখ শেখের মুখে হাসি ফোটান শরীয়তপুর জেলা ছাত্রলীগ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা ছাত্রলীগের আহবায়ক মহাসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, সোহেল খন্দকার, জাহাঙ্গীর চৌকিদার, রাকিব বেপারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারণ সম্পাদক রাশেদ শিকদার, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী, সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহান, সাধারণ সম্পাদক রাকিব হাসান, ও জেলা ছাত্রলীগ নেতা আদনান শামিম, স্মরন,অভি সহ বিভিন্ন ইউনিটের নেত্রীবৃন্দ।


error: Content is protected !!