Sunday 11th May 2025
Sunday 11th May 2025

শরীয়তপুরে ইকবাল হোসেন অপুর নির্দেশনায় কৃষকের ধান কেটে দিলেন সদর উপজেলা আওয়ামীলীগ

শরীয়তপুরে ইকবাল হোসেন অপুর নির্দেশনায় কৃষকের ধান কেটে দিলেন সদর উপজেলা আওয়ামীলীগ
শরীয়তপুরে ইকবাল হোসেন অপুর নির্দেশনায় কৃষকের ধান কেটে দিলেন সদর উপজেলা আওয়ামীলীগ

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে বিনোদপুর ইউনিয়নর ঢালিকান্দি গ্রামের এক অসহায় কৃষকের ধান কেটে দেওয়া হয়।

শনিবার (১৬ মে) ভোর ৫ টার দিকে সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ কর্মীরা বিনোদপুর ইউনিয়নের ঐ কৃষকের ধান কাটতে বেড়িয়ে পড়েন। অবশেষে করোনায় অসহায় হয়ে পড়া কৃষকের ধান কেটে দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ বেপারি, যুগ্মসাধারণ সম্পাদক জামাল হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল ইসমাইল মাদবর, দপ্তর সম্পাদক ইদ্রিস মাদবর, সদস্য কোব্বাস মাদবর, সদস্য এমদাদ হোসেন খান, পৌরসভা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম প্রভাবশালী সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিল্লুর রহমান সবুজ, বিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুস মুন্সী, চিকন্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি এড. আকতার খান, যুবলীগ নেতা এডভোকেট রাসেল সরদার, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন সহ আরো অনেক।

সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে বলেন, করোনা মহামারীতে অনেক প্রান্তিক কৃষক অসহায় হয়ে পড়েছে। পাকাধান কাটার জন্য তারা কৃষক পাচ্ছে না। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীরর আহবানে সাড়া দিয়ে জননেতা ইকবাল হোসেন অপুর নির্দেশনায় কৃষকের পাকাধান কেটে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। এটা ধানকাটা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।