
শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নে ইকবাল হোসেন অপু এমপি’র নির্দেশে ফারিহা ওভারসিজের মালিক ফজলুল হকের নিজস্ব উদ্যোগে ১৫’শ অসহায় পরিবারকে ঈদসামগ্রী দেওয়া হয়।
১৯ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শৌলপাড়া বাজারে আনুষ্ঠানিকভাবে এ ঈদসামগ্রী দেওয়ার উদ্যোগ নেয়া হয়। পরে ভ্যানযোগে শৌলপাড়ার বিভিন্ন ওয়ার্ডের অসহায় পরিবারকে ঘরে ঘরে ঈদসামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়।
বিশিষ্ট সমাজসেবক ফারিহা ওভারসিজের মালিক ফজলুল হকের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান উজ্জল, জেলা আওয়ামীলীগের সদস্য ও জিপি এডভোকেট আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ফারিহা ওভারসিজের পরিচালক সাইদুল হক ও আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, করোনার প্রাদুর্ভাবে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। সেই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইকবাল হোসেন অপু এমপি’র নির্দেশে ফারিহা ওভারসিজের ফজলুল হক করোনায় অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারনেই বিত্তবানরা আজ কর্মহীনদের পাশে দাড়াতে সক্ষম হয়েছে।