
শরীয়তপুরের পালং ইউনিয়নে রহমান জুয়েলার্স ও রহমান ডেইরী ফার্ম-এর প্রোপাইটার আলহাজ্ব মজিবুর রহমানের নিজস্ব উদ্যোগে দ্বিতীয় দফায় ৮’শ পরিবারকে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯ টার দিকে পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান গগণ খান-এর পরিচালনায় কোটাপাড়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে এ ঈদসামগ্রী উপহার দেওয়া হয়।
ঈদসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি ও সেমাই।
বিতরণকালে আতাউর রহমান গগণ খান বলেন, আমি মো: আতাউর রহমান গগণ খান, আমার ভাই রহমান জুয়েলার্স ও রহমান ডেইরী ফার্ম-এর প্রোপাইটার মজিবর রহমান খান এর পক্ষ থেকে ২য় দফায় পালং ইউনিয়ন ও আশপাশের করোনায় অসহায় দরিদ্রদের মাঝে ঈদউপহারসামগ্রী দিয়েছি। মানুষ যেন একটু হলেও ঈদ উপভোগ করতে পারে, এজন্য এই সামান্য উপহার। এ ধারা সবসময় অব্যাহত থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |