
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান এবং নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য জনাব মোঃ ইসরাফিল আলম, এমপি (৫৪) ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই ২০২০, সোমবার ৬:১৫ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নওগাঁ জেলার রাণীনগর থানার তাঁর নিজ গ্রাম ঝিনায় পারিবারিক কবরস্থানে মায়ের পার্শ্বে দাফন সম্পন্ন হয়েছে। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, অনেক আত্মীয়স্বজন ও গুনোগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।