
‘ফল খান দেশি, বল পান বেশি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ফল উৎসবের আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন ঢাকা কলেজ গ্রীণ ভয়েস ইউনিট।
ঢাকা কলেজ ক্যাফেটেরিয়াতে ২৯ জুলাই (শনিবার) বিকাল ৫ ঘটিকায় শুরু হয় পরিবেশবাদী যুব সংগঠন গ্রীণ ভয়েস কর্তৃক ফল উৎসব ২০২৩। ফল উৎসবে বাহারী রকমের ফলের সমাহার স্থান পায়। আম, কাঠাল, কলা, পেয়ারা, লটকন, ড্রাগন, আনারস সহ মোট ১২ প্রজাতির দেশি বিদেশি ফলের মাধ্যমে গ্রীণ ভয়েস এর সাধারণ সদস্যদের অপ্যায়ন করে ঢাকা কলেজ গ্রীণ ভয়েস ইউনিট।
ফল উৎসব উদ্বোধন করে গ্রীণ ভয়েস এর কেন্দ্রীয় সদস্য ফাহমিদা নাজনীন তিতলী শুভেচ্ছা বক্তব্যে বলেন গ্রীণ ভয়েস প্রাকৃতিক, সামাজিক ও পরিবেশ এ ৩ টি বিষয়ের উন্নয়নে কাজ করে। সারাদেশে ১৩৫ টি ইউনিটে গ্রীণ ভয়েস সদস্যরা সেচ্ছায় পরিবেশ এর উন্নয়ন সহ বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকে। গ্রীণ ভয়েস এর প্রচার প্রচারণার ফলে সারাদেশে শিক্ষার্থীরা বর্তমানে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
ফল উৎসবে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্যে ঢাকা কলেজ গ্রীণ ভয়েস ইউনিটের সভাপতি আব্দুল আওয়াল রবি বলেন ঢাকা কলেজ গ্রীণ ভয়েস ইউনিটের সারা বছর নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে। সাত কলেজের ভর্তি পরিক্ষায় আগত শিক্ষার্থীদের সহযোগিতা, ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যানার, পোস্টারিং এর মতো কার্যক্রম ঢাকা কলেজ গ্রীণ ভয়েস ইউনিট ইতিমধ্যেই সম্পন্ন করেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীরা গ্রীণ ভয়েস এর মাধ্যমে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |