Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে

শরীয়তপুর এলজিইডি’র বৃক্ষ রোপন

শরীয়তপুর এলজিইডি’র বৃক্ষ রোপন
শরীয়তপুর এলজিইডি’র বৃক্ষ রোপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উদযাপন উপলক্ষে (বনজ, ফলজ ও ঔষধি) বৃক্ষরোপন করেছে শরীয়তপুর এলজিইডি। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে এলজিইডি অফিস কম্পাউন্ডে এ বৃক্ষরোপন করেন শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজী।

এ কর্মসূচিতে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজী বলেন, মুজিব শতবর্ষ-২০২০ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে এলজিইডি সদর দফতরের নির্দেশনায় আমরা এলজিইডি অফিস কম্পাউন্ডে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করেছি। এর আগে মুজিব শতবর্ষ উপলক্ষে এলজিইডি কর্মকর্তা ও কর্মচারী সন্তানদের কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও চিত্রাঙ্গন প্রতিযোগিতাসহ আলোচনা সভা, দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছিল।