
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উদযাপন উপলক্ষে (বনজ, ফলজ ও ঔষধি) বৃক্ষরোপন করেছে শরীয়তপুর এলজিইডি। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে এলজিইডি অফিস কম্পাউন্ডে এ বৃক্ষরোপন করেন শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজী।
এ কর্মসূচিতে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজী বলেন, মুজিব শতবর্ষ-২০২০ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে এলজিইডি সদর দফতরের নির্দেশনায় আমরা এলজিইডি অফিস কম্পাউন্ডে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করেছি। এর আগে মুজিব শতবর্ষ উপলক্ষে এলজিইডি কর্মকর্তা ও কর্মচারী সন্তানদের কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও চিত্রাঙ্গন প্রতিযোগিতাসহ আলোচনা সভা, দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছিল।