সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির মাসিক সভা

শরীয়তপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির মাসিক সভা

শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে শরীয়তপুরে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটির মাসিক সভা এবং হলুদসহ অন্যান্য মসলা ও খাদ্যপণ্যে ক্ষতিকর লেড ক্রমেটের ব্যবহার রোধে গঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টা ও সাড়ে ১১ টায় অনুষ্ঠিত দুটি সভায় সভাপতিত্ব করেন উভয় সভার সভাপতি শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সহকারী কমিশনার মোঃ শাহরিয়ার নজির, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী, ক্যাব-শরীয়তপুরের সভাপতি বিল্লাল হোসেন খান, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ আলী হোসেন, সাবেক পৌর কাউন্সিলর সঞ্জীব নাগ, জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি আঃ সালাম বেপারীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় পেয়াজসহ অন্যান্য পন্যের মূল্য বৃদ্ধি এবং হলুদসহ অন্যান্য মসলা ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল এর ব্যবহার রোধে প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।


error: Content is protected !!