Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

শরীয়তপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
শরীয়তপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

শরীয়তপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শরীয়তপুরের সিভিল সার্জন ডা: এস. এম. আব্দুল্লাহ আল মুরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মুনীর আহমদ খাঁন, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোস্তফা খোকন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো: সোহেল পারভেজসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দেশের করোনা পরিস্থিতির কারণে এ বছর একদিনের পরবর্তীতে দুই সপ্তাহ ব্যাপী এই ক্যাম্পেইন বাস্তবায়ন করবে। বর্তমান সরকার জনগনের স্বাস্থ্য সচেতনতার সাফল্য স্বরূপ বিশ্ব দরবারে একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। টিকা প্রদানে বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকারের পাশাপাশি বিশ্বের মধ্যে অনন্য স্থান অধিকার করেছে। বাংলাদেশের টিকাদানের সাফল্যে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা (ইউনেস্কো) আমাদের প্রধানমন্ত্রীকে সম্মানিত করেছে। সারা দেশের ন্যায় শরীয়তপুর জেলাও বিগত বছরের মতো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সাফল্যের সাথে বাস্তবায়ন করবে।