মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

রক্ষনাবেক্ষণ মাস হিসেবে শরীয়তপুরে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

রক্ষনাবেক্ষণ মাস হিসেবে শরীয়তপুরে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানকে ধারন করে এলজিইডি শরীয়তপুর ও সকল উপজেলা কর্তৃক অক্টোবর/২০২০ ও মার্চ/২০২১ “রক্ষনাবেক্ষণ মাস” হিসেবে শরীয়তপুর-বুড়িরহাট (টাউন বাইপাস সড়ক)-এর এ রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার ১লা অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে এ রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন এলজিইডি’র ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মোজাহিদুল ইসলাম।

শরীয়তপুর জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: শাহজাহান ফরাজীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী রনজিৎ দে, সহকারী প্রকৌশলী ফারহান মো: জহীর, সহকারী প্রকৌশলী(এসএসডব্লিউআরডিপি) খাইরুল হাসান(শাওন), উপসহকারী প্রকৌশলী (এস এ ই) নজরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী গোবিন্দ্র চন্দ্র, মেকানিক্যাল ফোরম্যান আহম্মেদ আলী, সদর উপজেলা সার্ভেয়ার মো: জামালউদ্দিনসহ এলজিইডি’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।

এ সময় এলজিইডি’র ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মোজাহিদুল ইসলাম বলেন, আমাদের রাস্তা সংস্করণ কার্যক্রম মোবাইল মেইনটেনেন্স টিম ও এলসিএস মহিলা ক্রু দ্বারা পরিচালিত হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে, ছোট-খাট গর্ত মেরামত, হার্ড সোল্ডারে জঙ্গল পরিষ্কার ও মাটি দ্বারা মেরামত পূর্বক রাস্তাকে চলাচলের উপযোগী রাখা। এ মেরামত কার্যক্রম ইমালশন দ্বারা মোবাইল মেইনটেনেন্সের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ইমালশন দ্বারা মেরামত করার উদ্দেশ্য হচ্ছে বর্ষাকালেও এ মেরামত কার্যক্রম অব্যাহত রাখা।

শরীয়তপুর জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: শাহজাহান ফরাজী বলেন, আমরা আজ সারাদেশের ন্যায় এলজিইডি শরীয়তপুর ও সকল উপজেলা কর্তৃক অক্টোবর/২০২০ ও মার্চ/২০২১ “রক্ষনাবেক্ষণ মাস” হিসেবে শরীয়তপুর-বুড়িরহাট (টাউন বাইপাস সড়ক)-এর এ রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন করলাম। এ ধারা ইমালশন কার্যক্রমের মাধ্যমে সবসময় অব্যাহত রাখবো।


error: Content is protected !!