
‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানকে ধারন করে এলজিইডি শরীয়তপুর ও সকল উপজেলা কর্তৃক অক্টোবর/২০২০ ও মার্চ/২০২১ “রক্ষনাবেক্ষণ মাস” হিসেবে শরীয়তপুর-বুড়িরহাট (টাউন বাইপাস সড়ক)-এর এ রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার ১লা অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে এ রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন এলজিইডি’র ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মোজাহিদুল ইসলাম।
শরীয়তপুর জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: শাহজাহান ফরাজীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী রনজিৎ দে, সহকারী প্রকৌশলী ফারহান মো: জহীর, সহকারী প্রকৌশলী(এসএসডব্লিউআরডিপি) খাইরুল হাসান(শাওন), উপসহকারী প্রকৌশলী (এস এ ই) নজরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী গোবিন্দ্র চন্দ্র, মেকানিক্যাল ফোরম্যান আহম্মেদ আলী, সদর উপজেলা সার্ভেয়ার মো: জামালউদ্দিনসহ এলজিইডি’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।
এ সময় এলজিইডি’র ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মোজাহিদুল ইসলাম বলেন, আমাদের রাস্তা সংস্করণ কার্যক্রম মোবাইল মেইনটেনেন্স টিম ও এলসিএস মহিলা ক্রু দ্বারা পরিচালিত হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে, ছোট-খাট গর্ত মেরামত, হার্ড সোল্ডারে জঙ্গল পরিষ্কার ও মাটি দ্বারা মেরামত পূর্বক রাস্তাকে চলাচলের উপযোগী রাখা। এ মেরামত কার্যক্রম ইমালশন দ্বারা মোবাইল মেইনটেনেন্সের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ইমালশন দ্বারা মেরামত করার উদ্দেশ্য হচ্ছে বর্ষাকালেও এ মেরামত কার্যক্রম অব্যাহত রাখা।
শরীয়তপুর জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: শাহজাহান ফরাজী বলেন, আমরা আজ সারাদেশের ন্যায় এলজিইডি শরীয়তপুর ও সকল উপজেলা কর্তৃক অক্টোবর/২০২০ ও মার্চ/২০২১ “রক্ষনাবেক্ষণ মাস” হিসেবে শরীয়তপুর-বুড়িরহাট (টাউন বাইপাস সড়ক)-এর এ রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন করলাম। এ ধারা ইমালশন কার্যক্রমের মাধ্যমে সবসময় অব্যাহত রাখবো।