Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ইসলামী ব্যংকের দুটি এটিএম বুথ উদ্বোধন

শরীয়তপুরে ইসলামী ব্যংকের দুটি এটিএম বুথ উদ্বোধন

শরীয়তপুর জেলা শহরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর দুটি এটিএম বুথ ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় ডিসি অফিসের সামনে দ্বিতীয় এটিএম বুথ এবং পালং উত্তর বাজারে তৃতীয় এটিএম বুথ ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়। পৃথকভাবে বুথ দুটি উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ও বরিশাল জোন প্রধান মো. আমিনুর রহমান।

এ সময় শরীয়তপুর শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. মাহমুদ হাসান, বিনিয়োগ প্রধান মো. আলী হায়দার, বিনিয়োগ অফিসার মো. মাসুদুর রহমান, মো. জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সিআরএম বুথ এর মাধ্যমে টাকা জমা ও উত্তোলন করা যায় এবং সাথে সাথে টাকা একাউন্টে জমা হয়ে যাবে বলে জানান শরীয়তপুর শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. মাহমুদ হাসান। তিনি বলেন, গ্রাহকদের সেবার মান বৃদ্ধি ও সহজ করার জন্য জেলা শহরে দুটি এটিএম বুথ ও সিআরএম বুথ চালু করা হয়েছে। এগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকবে। গ্রাহকরা যে কোন সময় বুথ থেকে টাকা তুলতে ও টাকা জমা করতে পারবে।