
শরীয়তপুর জেলা শহরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর দুটি এটিএম বুথ ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় ডিসি অফিসের সামনে দ্বিতীয় এটিএম বুথ এবং পালং উত্তর বাজারে তৃতীয় এটিএম বুথ ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়। পৃথকভাবে বুথ দুটি উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ও বরিশাল জোন প্রধান মো. আমিনুর রহমান।
এ সময় শরীয়তপুর শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. মাহমুদ হাসান, বিনিয়োগ প্রধান মো. আলী হায়দার, বিনিয়োগ অফিসার মো. মাসুদুর রহমান, মো. জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিআরএম বুথ এর মাধ্যমে টাকা জমা ও উত্তোলন করা যায় এবং সাথে সাথে টাকা একাউন্টে জমা হয়ে যাবে বলে জানান শরীয়তপুর শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. মাহমুদ হাসান। তিনি বলেন, গ্রাহকদের সেবার মান বৃদ্ধি ও সহজ করার জন্য জেলা শহরে দুটি এটিএম বুথ ও সিআরএম বুথ চালু করা হয়েছে। এগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকবে। গ্রাহকরা যে কোন সময় বুথ থেকে টাকা তুলতে ও টাকা জমা করতে পারবে।