Friday 9th May 2025
Friday 9th May 2025

শরীয়তপুর চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

শরীয়তপুর চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
শরীয়তপুর চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর চেম্বার অব কমার্স এবং সকল থানা এলাকার বণিক সমিতির প্রতিনিধিদের সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

সোমবার ১২ অক্টোবর বেলা ১১ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর ইসলাম, শরীয়তপুর চেম্বার অব কমার্স-এর সভাপতি ও নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ রশীদুল বারী, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, সখিপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম, শরীয়তপুর চেম্বার অব কমার্স-এর সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম বেপারী, শরীয়তপুর চেম্বার অব কমার্স প্রতিনিধি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, নড়িয়া পৌর শহর বণিক সমিতির সাধারন সম্পাদক শেখ আঃ জলিলসহ উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চেম্বার অব কমার্স ও বণিক সমিতির সদস্যবৃন্দ।

মতবিনিময়কালে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান বলেন, জেলার সকল জায়গায় আইনশৃঙ্খলার কঠোর নিরাপত্তা জোড়দার করতে হবে। সকল বাজারগুলো সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। এজন্য পুলিশ ও ব্যবসায়ী সমিতি সমন্বয়ে কমিটি করতে হবে। সকল বাজার নিয়ন্ত্রণ করতে থানাভিত্তিক কন্ট্রোল রুম থাকবে। আর এ সকল কাজে সার্বিক সহযোগিতা করার জন্য ব্যবসায়ীদের সহায়তা কামনা করেন পুলিশ সুপার।