শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

শরীয়তপুরে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক-এর নির্দেশক্রমে ১২ অক্টোবর সোমবার শরীয়তপুর সদর উপজেলার পালং বাজার ও আঙ্গারিয়া বাজারে চাল, তেল, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে তদারকি কার্যক্রম পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী। অভিযানে চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ও খুচরা দোকান, কাচাবাজার এবং মাছ-মাংসের দোকান পরিদর্শণ করা হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা, ক্রয় রশিদ, বিক্রয় রশিদ ইত্যাদি যথাযথভাবে সংরক্ষণ করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘণ করায় মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ১টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক জরিমানা আরোপ করে সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


error: Content is protected !!