শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুর জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২০ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৩ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। এ সময় তিনি জেলার সকল প্রকার অপরাধ নিবারন ও করোনা ভাইরাস প্রতিরোধসহ জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) আমিনুর ইসলাম, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, সখিপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, জাজিরা থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার (পিপিএম), ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রশীদুল বারী, পুলিশ সুপারের কার্যালয় অপরাধ শাখার পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শরীয়তপুর জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী সর্বমোট রুজুকৃত মামলা- ১৩১ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা- ৩৪২ জন, সর্বমোট যানবাহনের মামলা- ১৩৬, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়- ২ লাখ ৫৩ হাজার ৩৫০ টাকা এবং সর্বমোট- ১ হাজার ৯৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ কেজি ২৭০ গ্রাম গাজা ও ০৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

এদিকে মঙ্গলবার বাদ আছর নড়িয়া প্রেসক্লাবের পক্ষ হতে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে সাংবাদিক বরকতের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।


error: Content is protected !!