
শরীয়তপুর টেনিস ক্লাবের আয়োজনে ও সিঙ্গার বাংলাদেশ লিঃ এর সার্বিক সহযোগিতায় ১৩ অক্টোবর মঙ্গলবার রাত ৮ টায় শরীয়তপুর সার্কিট হাউজ টেনিস গ্রাউন্ডে অভ্যন্তরীণ টেনিস টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল ম্যাচে অংশ নেয় শরীয়তপুর পুলিশ সুপার টিম এবং শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগ নির্বাহী প্রকৌশলী টিম। খেলায় শরীয়তপুর পুলিশ সুপার টিম বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগ নির্বাহী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান, গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, মাদারীপুর সড়ক ও জনপদ বিভাগ নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, শরীয়তপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব রহমান শেখ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, খেলোয়ারবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |