
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও সাবেক ভাবপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম পি, মহান জাতীয় সংসদের সাবেক হুইপ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা খালেদা খানম, শরীয়তপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল-এর স্মরণে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আব্দুল আউয়াল শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার। এসময় গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সৈয়দা সাজেদা চৌধুরী বর্ষীয়ান আওয়ামী লীগের এই নেতার অভাব পূরন হবার নয়। এছাড়া অধ্যাপিকা খালেদা খানম ও আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল তাদের সারা জীবন উৎসর্গ করে গেছেন আওয়ামী লীগ জন্য। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদের জান্নাত দান করুক।
বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম পি, এবং মহান জাতীয় সংসদ এর সাবেক হুইপ অধ্যাপিকা খালেদা খান এবং শরীয়তপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল এর শহীদ স্মরণে তাদের বিধেহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন জেলা কারাগার জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা মোঃ এমদাদুল হক।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |