শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

কালকিনিতে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত

কালকিনিতে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত

‘ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা জোড়দার করন বিষয় নিয়ে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সৈয়দ আবুল হোসেন কলেজ অডিটরিয়াম হল রুমে সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (যুগ্ন সচিব) আবদুল্লাহ সাজ্জাদ, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ তৃপ্তি বালা প্রমুখ।


error: Content is protected !!