Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ৪৭ বছর পূর্তি উপলক্ষে আইনজীবী পরিবার দিবস

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ৪৭ বছর পূর্তি উপলক্ষে আইনজীবী পরিবার দিবস

২৭ অক্টোবর রবিবার জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ৪৭ বছর পূর্তি উপলক্ষে আইনজীবী পরিবার দিবস-২০১৯ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। এছাড়াও অনুষ্ঠানে সংসদ সদস্য, জেলা ও দায়রা জজ, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, জেলা প্রশাসক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পিপি, সদর উপজেলা চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতির আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী’র পক্ষে ক্রেস্ট গ্রহন করছেন কোম্পানীর সিনিয়র জেনারেল ম্যানেজার জেলায়েত হোসেন মোল্লা।