
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের প্রগতি সংসদ কার্যালয়ে সেচ্ছাসেবকলীগের নেতা আনিসুর রহমানের উদ্যোগে বুধবার রাতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিনটি পালন করা হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাসহ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনা করে এ দোয়া অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মতিউর রহমান বেপারী, প্রধান আলোচক নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন।
বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রমজান আলী, সাবেক পৌর প্রশাসক আলহাজ¦ মতিন প্রধান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম মন্ডল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সংরক্ষিত আসন ৪.৫.৬ কাউন্সিলর মোনোয়ারা বেগমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।