শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং

সিদ্ধিরগঞ্জে আনিসুর রহমানের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন।

সিদ্ধিরগঞ্জে আনিসুর রহমানের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের প্রগতি সংসদ কার্যালয়ে সেচ্ছাসেবকলীগের নেতা আনিসুর রহমানের উদ্যোগে বুধবার রাতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিনটি পালন করা হয়।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাসহ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনা করে এ দোয়া অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মতিউর রহমান বেপারী, প্রধান আলোচক নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন।

বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রমজান আলী, সাবেক পৌর প্রশাসক আলহাজ¦ মতিন প্রধান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম মন্ডল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সংরক্ষিত আসন ৪.৫.৬ কাউন্সিলর মোনোয়ারা বেগমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।


error: Content is protected !!