Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

দেশীয় অস্ত্র চাইনিজ কুড়ালসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে মাদারীপুরের ডাসারে থানা পুলিশ। ১৫মে রোববার দুপুরে উপজেলার কাজীবাকাই এলাকার বীর মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিন ধূয়াসার গ্রামের হাচেন সরদারের ছেলে হৃদয় সরদার-(১৭) ও একই গ্রামের ফজলুল আকনের ছেলে হিজবুল্লাহ-(১৮)।

গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার এস.আই মোঃ রিপন সঙ্গীয় ফোর্সনিয়ে উপজেলার গোপালপুর ও কাজীবাকাই এলাকার বিভিন্নস্থানে অভিযান চালায়। এ সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য হৃদয় ও হিজবুল্লাহকে বীর মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে ঘোরাঘুরি করতে দেখেন। তাদের চলাফেরা সন্দেহ হলে ওই দুইজনকে আটক করে। পরে হৃদয় সরদারের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল উদ্ধার করেন।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, হৃদয় ও হিজবুল্লাহ নামে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। এসময় হৃদয়ের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় দেশীয় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।