
ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ কয়েক বছর পর আবারও কানায়-কানায় পূর্ণতা পেয়েছে অর্থনীতি বিভাগের মিলনমেলায়। অর্থনীতি সপ্তাহ-কে কেন্দ্র করে সাবেক-বর্তমান, সিনিয়র-জুনিয়রদের প্রানোচ্ছলের জোয়ার লেগেছে লাল মাটিখ্যাত প্রিয় ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
গত ১৮, ১৯ এবং ২০ জুন তিনদিন যাবৎ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধনের উদ্দেশ্যে দীর্ঘ সময় অন্তে অর্থনীতি সপ্তাহ-২০২৩ আয়োজন করেছে বিভাগটি। অনুষ্ঠানের তৃতীয় দিনে মঙ্গলবার সকাল ১০ টায় অর্থনীতি সপ্তাহ-কে ঘিরে ১৬ তম আবর্তনের নবীনবরণ ও ১১ তম আবর্তনের বিদায় অনুষ্ঠিত হয়।
নবীনবরণ ও প্রবীন বিদায়ে বর্ণাঢ্য আয়োজনে সকল শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সাক্ষাতের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বর্তমান ও নবীন শিক্ষার্থীরা। এছাড়া দীর্ঘদিন পর নিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বন্ধুদের সাথে মিলিত হয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন এসকল শিক্ষার্থীরা। অনেকেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন।
অর্থনীতি বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী আসমা উল হুসনা জানান, দীর্ঘ তিন বছর পর আমরা পূনরায় অর্থনীতি সপ্তাহ পেয়েছি। যা আমাদের মনকে পুলকিত করেছে। একদিন আমাদের পথচারণায় মুখরিত হয়েছিল এই লাল মাটির প্রিয় ক্যাম্পাস। সময় পরিবর্তনের সাথে সাথে আজ আমরা নবীন নয় বরং প্রবীনদের দাড়প্রান্তে এসে পৌঁচ্ছে গেছি। আজকের এই দিনে প্রানপ্রিয় সকল শিক্ষক, সাবেক সিনিয়র, জুনিয়র এবং বন্ধুবান্ধবের প্রতি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা আমাদের এই পথচলাকে আরো সহজ করে দিয়েছে।
১৬তম আবর্তনের নবীন শিক্ষার্থী সাদিয়া জাহান অনুভূতি ব্যক্ত করে বলেন, অর্থনীতি সপ্তাহ আমাদের জন্য আকর্ষণীয় মুহূর্ত হলো আনন্দ উল্লাস। আমি নবীন হিসেবে এসেই এরকম আনন্দের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পেরে উচ্ছ্বাসিত। এ যেন অর্থনীতি সপ্তাহ-কে ঘিরে কুবি ক্যাম্পাসে চাঁদের হাট। আমাদের নবীন বরণ আমার কাছে একটি রঙিন সোনালী মুহূর্ত। আমরা পেয়েছি একটি আনন্দঘন পরিবেশ। আজকের স্মৃতিময় এই দিনটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
১২তম আবর্তনের শিক্ষার্থী শওকত আলী জানান, করোনা মহামারীর জন্য দীর্ঘদিন যাবৎ অর্থনীতি বিভাগ কর্তৃক কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি। অর্থনীতি সপ্তাহ-২০২৩ এবং নবীনবরণ এবং বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করেছে যা সত্যি মনোমুগ্ধকর। একপাশে ১১ তম আবর্তনের বিদায়ী আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে অন্যদিকে নবীনদের পেয়ে আমরা খুবই আনন্দিত।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |