Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ফরিদপুর ভাঙ্গায় দেশীয় অস্ত্রসহ বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব

ফরিদপুর ভাঙ্গায় দেশীয় অস্ত্রসহ বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব

র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে ৭ মে মঙ্গলবার আনুমানিক ভোর ৫ টা ১৫ মিনিটের সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সৈয়দ হাওলাদার (৩০), পিতাঃ মৃত সামসুদ্দিন হাওলাদার, সাং- মিয়াপাড়া, থানাঃ ভাঙ্গা, জেলাঃ ফরিদপুরকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ট্যাবলেট ফোন, মোবাইল ফোন, সীমকার্ড এবং দেশীয় ধারালো অস্ত্রসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ২টি ট্যাবলেট ফোন, ১৬টি মোবাইল ফোন, ৮৫টি সীমকার্ড, ১২টি দেশীয় ধারালো রামদা এবং দেশীয় তৈরি ১১টি বাট বিহীন বল্লমের ফলা উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং সে দীর্ঘদিন যাবৎ বিকাশ প্রতারনার কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মাদক ও একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।