
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১৫ মে শুক্রবার রাত ১ টা ৩০ মিনিটে মাদারীপুর জেলার শিবচর থানাধীন বড় কেশবপুর আরশেদ তালুকদার কান্দি গ্রামে অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার শিবচর থানার হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী ইউনুছ ঘরামী(৬৫), পিতাঃ মৃত সোনাম উদ্দিন ঘরামী, সাং-বড় কেশবপুর আরশেদ তালুকদার কান্দি, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুরকে আটক করেন।
ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক জমিজমাকে কেন্দ্র করে গত ১৪-০৫-২০১৮ইং তারিখ দিবাগত রাতে মাদারীপুর জেলার শিবচর থানাধীন কুতুবপুর ইউনিয়নের ফালু মাদবরেরকান্দি গ্রাম এলাকার ভিকটিম কালাম ঘরামী(৩০), পিতাঃ নূরু ঘরামী’কে অভিযুক্ত মোঃ ইউনুছ ঘরামী(৬৫)সহ ০৯ জন এজাহার নামীয় আসামী হত্যা করে লাশ গুমের চেষ্টা করে।
এ ঘটনা সংক্রান্তে ভিকটিমের পিতা নূরু ঘারামী বাদী হয়ে মাদারীপুর জেলার শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মাদারীপুর জেলার শিবচর থানার মামলা নং-১২, তারিখ ঃ ১৪-০৫-২০২০খ্রিঃ ধারাঃ-৩০২/২০১/৩৪ পেনাল কোড) এবং আসামীদের গ্রেফতারে র্যাবের সহায়তা কামনা করেন। তদপ্রেক্ষিতে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১৫ মে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মাদারীপুর জেলার শিবচর থানাধীন বড় কেশবপুর আরশেদ তালুকদার কান্দি গ্রামে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা কান্ডের ২৪ ঘন্টার মধ্যে উক্ত মামলার এজাহার নামীয় পলাতক আসামী ইউনুছ ঘরামী(৬৫) কৌশলে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে। আটককৃত আসামীকে মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |