
শরীয়তপুর জেলার সদর পৌরসভার ০৮ নং ওয়ার্ড স্বর্ণঘোষ নিবাসী মৃত আবুল হাসেম তালুকদার এর ছেলে একাত্তরের রণাঙ্গনের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকান্দার আলী তালুকদার (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি………রাজিউন)। ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ৬ টা ৪৫ মিনিটে মোঃ সেকান্দার আলী তালুকদার তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
তুলাসার ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, পৌরসভার ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের দীর্ঘদিনের (সাবেক) সভাপতি, মোঃ সেকান্দার আলী তালুকদার মুক্তিযুদ্ধকালীন সময়ে ০৮ নং সেক্টরে পাক হানাদারদের বিরুদ্ধে সম্মুখ সমরে যুদ্ধে অংশ নিয়ে আহত হন। মৃত্যুর সময়ে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের জানাযার নামাজ ৯ সেপ্টেম্বর বাদ আছর রাজগঞ্জ বাজারস্থ হেলিপ্যাডে অনুষ্ঠিত হয়। এর পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার দেয়ার পর বড়াইল কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুর রহমান শেখ, সদর পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ সিকদার, (সাবেক) জেলা কমান্ডার আঃ জলিল হাওলাদার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানসহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |