Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

কাগদী দক্ষিণ পাড়া ক্রীড়া সংঘের ফুটবল টুর্নামেন্ট

কাগদী দক্ষিণ পাড়া ক্রীড়া সংঘের ফুটবল টুর্নামেন্ট

কাগদী দক্ষিণ পাড়া ক্রীড়া সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় কাগদী দক্ষিণ পাড়া খান জাহান আলী (রঃ) জামে মসজিদ মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের পাতার ব্যুরো চীফ জামাল মল্লিক, সমাজ সেবক মোঃ ইদ্রিস মুন্সীর, মোঃ জামাল বেপারী, কামাল শেখ, ইলিয়াস মাদবর, রিয়াজুল মাদবর, আল মামুন মাদবর, মিজান মাদবর, সিরাজুল মাদবর, রিমন সরদার, তানভীর মল্লিক প্রমুখ। খেলায় ইওলো স্টার টাইব্রেকারে ২-১ গোলে ব্রাদার্স ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।