
মাদারীপুর ৮৪ পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব । র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গতকাল শুক্রবার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক রাত অনুমান ১টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন চাওচা সাকিনস্থ জনৈক আব্দুল জলিল মোল্লার বাড়ীতে একজন ব্যক্তি মাদক দ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে আনুমানিক সারে ১২টায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক একজনকে ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ জাহিদ মোল্লা (৪৭), পিতাঃ আব্দুল জলিল মোল্লা, মাতাঃ মৃত হাছিনা বেগম, সাং-চাওচা, থানাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ বলে জানায়। পরবর্তীতে ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আসামীর দেহ তল্লাশী তার পরিহিত লুঙ্গির কোচর হতে ৮৪ (চুরাশি) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ও ০২টি সীমকার্ড উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আরও স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট এর চালান সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |