
মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত নামা এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৩ জুলাই) বিকেলে পৌর এলাকার দক্ষিন গোপালপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে ওই যুবকের পরিচয় এখন পর্যন্ত জানতে পারেনি পুলিশ।
পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের পৌর এলাকার দক্ষিন গোপালপুর গ্রামের সৈয়দ গোলাম মাওলা নামের এক ব্যক্তির একটি পুকুর পাড়ে লাশটি দেখতে পান এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দিলে কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করবো। লাশটি পঁচে যাওয়ায় বিকৃত হয়ে গেছে। এখনো শনাক্ত করা যায়নি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |