Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাদুঘরে শায়লা রহমানের সুরের বাঁধন

জাদুঘরে শায়লা রহমানের সুরের বাঁধন

শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন শুভজন এর আয়োজনে ২০ জুলাই শনিবার সন্ধ্যা ৬ টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সুরের বাঁধন শিরোনামে প্রতিভাবান কণ্ঠশিল্পী শায়লা রহমানের একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পীকে শুভাশিস জানান সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি সহিদুল্লাহ ফরায়জি, কথাসাহিত্যিক মইনুদ্দিন কাজল, ভাস্কর মৃণাল হক, ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক সাবিহা ইসলাম, কবি আসলাম সানী, সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন এবং মিডিয়া ব্যক্তিত্ত্ব নাজমুল হুদাসহ শিল্প সাহিত্য জগতের আরও অনেকেই। শুভজনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী তরুন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে শুভাশিস জানাতে সংক্ষিপ্ত আলোচনা পর্বের সভাপতিত্ব করেন শুভজন সভাপতি কবি নইম হাসান।
উল্লেখ্য, এ প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী শায়লা রহমানের এটি প্রথম একক মঞ্চ পরিবেশনা। সঙ্গীতের উদীয়মান তারকা তারুন্যে উচ্ছল কণ্ঠশিল্পী শায়লা রহমান যখন মাত্র হাঁটি হাঁটি পা পা করতো সেই ছোটবেলা থেকেই গানের সুরে মুগ্ধ করতো চারপাশের সবাইকে। সংগীতের অনিন্দ্য সুন্দর পথে এগিয়ে চলা শায়লা বর্তমানে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এ শিক্ষকতা করছেন। শিক্ষকতা আর গান এ দু’নিয়েই তার সকল ব্যস্ততা। সঙ্গীতে তার প্রথম হাতেখড়ি ওস্তাদ মামুনুর রশিদের কাছে। এরপর ঢাকা সংগীত মহাবিদ্যালয়ের শিক্ষক ওস্তাদ ফণী মজুমদারের কাছেও গানে তালিম নিয়েছেন বেশ কিছুদিন। সংগীতকে আরও নিবিড়ভাবে রপ্ত করতে এখন উচ্চতর কোর্স করছেন ছায়ানটে। সুরের আরাধনায় মগ্ন সুরের পাখি শিল্পী শায়লা রহমানের কন্ঠ জুড়ে মন দোলানো গান। শায়লা রহমান ছায়ানটের নজরুল সংগীতের শেষ বর্ষের ছাত্রী, শুদ্ধ সংগীত চর্চাকে যিনি আদর্শ মনে করেন সংগীতের আরাধনায়, তাই গান নিয়েই তার সকল ধ্যান, শায়লা সপ্ন দেখেন একদিন বহুদিন পর যেদিন শায়লা নেই পৃথিবীতে কিন্তু তাঁর গাওয়া গান আছে হাজারো ¯্রােতাদের মুখে মুখে। শায়লার এ পর্যন্ত প্রচারিত গানের সংখা ৫০এরও বেশি, এ্যালবামে কাজ করেছেন ১০টি, একক এ্যালবাম স্বপ্নযাত্রা ও রংধনু। স্বপ্নযাত্রা প্রকাশিত হয় লেজার ভিশন থেকে ২০১১ সালে। নতুন তাঁরা, মিক্সড এ্যালবামে কাজ করেন ২০১৩ সালে, রংধনু এ্যালবাম প্রকাশিত হয় ২০১৪ সালে, মা দিবসে মাকে নিয়ে গান করেন, ও মা তুমি তোমার তুলনা, বাবা দিবসে প্রিয় বাবা শিরোনামের গান করেন, রবীন্দ্র সংগীত নিয়ে কাজ করেন ২০১৬ সালে। সুকণ্ঠী গায়িকা শায়লা শুধু যে গানেই পারদর্শী তা নয় একইসাথে গান লেখায়ও বেশ দক্ষতা আছে তার। যুক্ত আছেন শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন শুভজন এর সাথে। এছাড়াও বিভিন্ন মঞ্চ ও টেলিভিশনে ইদানিং বেশ ব্যস্ত সময় পার করছেন মিষ্টি চেহারার চমৎকার সুরেলা শিল্পী শায়লা রহমান। সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতা ও তার ভক্তদের প্রায় সব ধরনের গানই উপহার দেন তিনি। একক সংগীত সন্ধ্যা সুরের বাঁধনে যন্ত্র সঙ্গীতে ছিলেন দীপঙ্কর সরকার ও নোমান রেজা রিয়াদ।