
শরীয়তপুর জেলা শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে।বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে।বাংলাদেশে ৪৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪২,০০০ আসন থাকলেও প্রতি বছর শরীয়তপুর থেকে ভর্তি হচ্ছে প্রায় ১০০ জন যা অন্যান্য জেলার তুলনায় নগন্য এমনই তথ্য জানিয়েছেন শরীয়তপুর জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সুমন হোসাইন।এর কারন হিসেবে তিনি বলেন,”শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা পায় না,তাই মেধা থাকা সত্ত্বেও কালের স্রোতে হারিয়ে যার আমাদের মেধাবীরা”।এই সমস্যা সমাধানেকল্পে অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যাতে শরীয়তপুরের শিক্ষার্থীরা অধিক পরিমানে ভর্তির সুযোগ পেতে পারে তাই ২০১৫ সাল থেকে কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর “নলেজ শেয়ারিং ও মোটিভেশোনাল প্রোগ্রাম আয়োজন করছে শরীয়তপুর জেলা সমিতি,রাজশাহী।প্রোগ্রামটি সম্পর্কে উক্ত সংগঠনের সভাপতি মিয়া রনি জানান “আমরা শুধুমাত্র আমাদের দায়িত্ববোধ থেকেই এ প্রোগ্রামের আয়োজন করি,আমাদের প্রোগ্রাম থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী ঢাকা,রাজশাহী,জাহাঙ্গীরনগরসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।”
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সুজন মিয়া জানান,”বরিশাল বিশ্ববিদ্যালয়েও ১৮-১৯ সেশনের পাঁচজন শিক্ষার্থী রয়েছে যারা গত বছর এ প্রোগ্রামে উপস্থিত ছিল।”
সরেজমিনে,আজ বৃহস্পতিবার পূর্ব মাদারীপুর কলেজে গিয়ে দেখা যায় সংগঠনের প্রোগ্রামটিতে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সাথে উপস্থিত রয়েছে। একটি শ্রেনীকক্ষে প্রায় ৪০০ জন শিক্ষার্থী বসে এবং প্রায় ১০০/১২০ জন পিছনে ও বারান্দায় দাঁড়িয়েই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেছে।এ ধরনের প্রোগ্রাম খুব বেশী থেকে বেশী আয়োজন করা উচিত বলে মনে করে অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ জহির উদ্দিন।
সংগঠটির আজকের প্রোগ্রামে মোটিভেশনাল বক্তবের পর বিভাগ ভিত্তিক দিকনির্দেশনা দেয়া হয়। মানবিক বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্য নির্দেশনা বক্তব্য প্রদান করেন সুজন মিয়া,মাহফুজ ঢালী,মাহমুদুল হাসান ও আবুবকর সিদ্দিক।
ব্যবসায় শিক্ষা শাখায় বক্তব্য দেন,রুকন মাহমুদ,জাহিদুল অনিক,মিয়া রনি ওও রাসেল মিয়া।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বক্তব্য দেন মোঃ সালাহ উদ্দিন,মোঃ মুহাম্মদ আলী ও শরিফুল ইসলাম
বক্তব্য শেষ সকল বিভাগে আলাদা পরীক্ষা গ্রহন ও পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে,শরীয়তপুর জেলা সমিতি,রাজশাহী হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়,রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুরের শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থা।