Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন অভিযান

জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন অভিযান

ঢাকার বাঘৈর কেরানীগঞ্জ এলাকায় জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামীয়া ফাউন্ডেশন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের জণপ্রতিনিধির উদ্যোগে মাসব্যাপী কর্মসুচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ডেঙ্গু মশা নিধন ও ডেঙ্গু রোগে করণীয় সম্পর্কে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা সম্বলিত লিফলেট সমগ্র বাঘৈর, কেরাণীগঞ্জ এলাকার প্রায় আট হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
জানা গেছে, দেশজুড়ে মহামারী রূপ নেয়া ডেঙ্গু প্রকোপে যখন সারাদেশ আতঙ্কিত, এমনই সংকটময় মুহুর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর আহবানে জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া নেতৃত্বে প্রায় দুই শতাধিক ছাত্রের অংশগ্রহনে জনসচেতনতামূলক এক বিশাল র‌্যালির আয়োজন করা হয়। এছাড়াও ডেঙ্গু মশা নিধন ও ডেঙ্গু রোগে করণীয় সম্পর্কে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এদিকে, এডিস মশার লার্ভা ধ্বংস করার উদ্দেশ্যে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় যার অংশ হিসেবে জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহসুফী সাইয়্যেদ গোলাম মোনয়েম হোসাইনী চিশতী (মাঃ জীঃ আঃ)-এর নির্দেশনায় ৩১ আগস্ট দিনব্যাপি প্রায় অর্ধশতাধিক ছাত্র ও এলাকাবাসীর অংশগ্রহণে এডিস মশার লার্ভা বিনষ্টের লক্ষ্যে স্প্রে মেশিন ও ফগার মেশিনের সাহায্যে বিস্তর এলাকাজুড়ে ঔষধ ছিটানো হয়। এ সচেতনতমূলক কাজে সহযোগিতা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া সহ সমাজের গণ্যমান্য ব্যাক্তি এবং জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয় সাইয়্যেদ গোলাম মোদাসসের মাওলা (মাঃ জিঃ আঃ) ও ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহন করেন। উক্ত কর্মসূচিতে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান এবং মশার ঔষধ স্প্রে কার্যক্রম জামেঈয়্যাতে মুঈনীয়া ইসলামিয়া ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের জন প্রতিনিধির নেতৃত্বে প্রায় দুই শতাধিক ছাত্রের অংশগ্রহনে জনসচেতনতামূলক এক বিশাল র‌্যালী আয়োজন করা হয়।