Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

খুলনা প্রেসক্লাবের সাবেক সম্পাদকের মৃত্যুতে বিএমএসএফ’র শোক

খুলনা প্রেসক্লাবের সাবেক সম্পাদকের মৃত্যুতে বিএমএসএফ’র শোক

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সুবীর কুমার রায়ের মৃত্যুতে বিএমএসএফ’র শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কিছুদিন আগে তিনি ফুঁসফুস ও হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর মরহুমের মৃত্যুতে গভীর শোক জানান।
দীর্ঘদিন ধরে খুলনার সাংবাদিক অঙ্গনে অত্যন্ত সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে খুলনার সাংবাদিকরা একজন অভিভাবককে হারাল। সংগঠনের পক্ষ থেকে সকলের নিকট তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।
দ্রুত তার লাশ খুলনায় আনা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।