Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

কালেরকন্ঠের রাজশাহী প্রতিনিধির ওপর হামলার বিচারসহ দুই সাংবাদিকের মুক্তির দাবি বিএমএসএফ’র

কালেরকন্ঠের রাজশাহী প্রতিনিধির ওপর হামলার বিচারসহ দুই সাংবাদিকের মুক্তির দাবি বিএমএসএফ’র

দৈনিক কালেরকণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ও সিল্কসিটি নিউজের সম্পাদক রফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনায় বিএমএসএফ’র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সোমবার বিকেলে এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
গাজী টিভির ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি জহির রায়হানকে উদ্দেশ্যমূলক গ্রেফতারেরও নিন্দা এবং দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
অন্যদিকে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সদস্য শারমিন সুলতানা মিতুকে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গাজীপুর থানা পুলিশ আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান। তথ্য প্রযুক্তি আইনের মামলায় সাংবাদিকদের হয়রাণী করা যাবেনা মর্মে সরকারের পক্ষ থেকে একাধিক মন্ত্রী-এমপি গলা ফাটিয়ে বক্তব্য দেয়া হলেও তা কেন কার্যকর হচ্ছেনা তা জানতে চায় বিএমএসএফ।