মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শুভজনের আয়োজনে লেখক নাইমুল রাজ্জাকের দুটি বইয়ের প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শুভজনের আয়োজনে লেখক নাইমুল রাজ্জাকের দুটি বইয়ের প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন শুভজন এর আয়োজনে ১৮ সেপ্টেম্বর, বুধবার বিকাল ৫ টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে পার্ল পাবলিকেশন্স থেকে প্রকাশিত তরুন লেখক নাইমুল রাজ্জাকের দুটি বইয়ের পাঠ ও পর্যালোচনা এবং প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, কবি ড নূহ উল আলম লেনিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী, কবি আসলাম সানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট এর সহকারী অধ্যাপক তৌহিদুল হক, গীতিকবি এম আর মনজু, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার মোঃ শামসুল আলম, পার্ল পাবলিকেশন্স এর প্রকাশক হাসান জায়েদি, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক এবং ঢাকা জজকোর্টের অ্যাডভোকেট ইমাম হোসেন মঞ্জুসহ শিল্প সাহিত্য জগতের আরও অনেকেই। শুভজনের প্রতিষ্ঠাতা কবি ও আবৃত্তিশিল্পী তরুন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি নইম হাসান। উল্লেখ্য শুভজনের সহ-প্রশিক্ষণ সম্পাদক নাইমুল রাজ্জাকের সদ্য প্রকাশিত ছোট গল্পগ্রন্থ অর্পিত তরঙ্গের মোড়ক উন্মোচন এবং গত একুশে গ্রন্থমেলায় প্রকাশিত কাব্যগ্রন্থ নিভৃতে গৌরব এর উপর পাঠ ও পর্যালোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। স্বল্প সময়ের পাঠ প্রতিক্রিয়ায় আলোচকবৃন্দ বলেন- নাইমুল রাজ্জাকের লেখায় একরকম সহজ সরল অভিব্যক্তি ফুটে উঠেছে। মানুষের প্রাত্যাহিক জীবন যাপনের নানা ভাব এবং সঙ্গতি-অসঙ্গতি ফুটে উঠেছে তাঁর লেখায়। তার লেখা আশার আলো দেখায়, স্বপ্ন ও সম্ভাবনার কথা বলে।
এরপর দ্বিতীয়পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঁধাহীন ব্যান্ড এবং শুভজনের নিজস্ব শিল্পিদের অংশগ্রহনে এতে গান পরিবেশন করেন সংগীতশিল্পী নাইমুল হক হৃদয়, শায়লা রহমান, ও শিলা পারভিন। কবিতা আবৃত্তি করেন কবি নিপা চৌধুরী, রেহান রুবেল, রোমান হোসেন, ইবনুল ইসলাম শাকিল, ইমরান পরশ, মোঃ আজহার উদ্দিন এবং তরুণ রাসেল।


error: Content is protected !!