
শিক্ষা উন্নয়ন শান্তি’র শ্লোগান নিয়ে ছাত্রকল্যাণ মানব কল্যাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত রাজধানী শহর ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “ঢাকাস্থ গোসাইরহাট উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ” এর ২০১৯-২০ সনের কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে ছুটির দিন শুক্রবার ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গোসাইরহাটের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম ক্যাম্পাস। নির্ধারিত সময় বিকেল ৪ টায় অনুষ্ঠিত সভা শেষে ২০১৯-২০ সনের এ কমিটি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী মশিউর রহমান। শফিউল্লাহ সুমনকে সভাপতি, তাজুল ইসলাম রাজুকে সাধারণ সম্পাদক ও মাসুদুর রহমান শানকে ট্রেজারার করে গঠিত এ কমিটি ২০১৯-২০ সনে ঢাকাস্থ গোসাইরহাট উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্ব পালন করবে। গোসাইরহাট উপজেলার সাধারণ শিক্ষার্থীরা এ কমিটিকে স্বাগত জানিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে এ কমিটি কাজ করে যাবে বলেই তাদের প্রত্যাশা।
ঢাকাস্থ গোসাইরহাট উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ একটি স্বেচ্ছাসেবী ও ছাত্রকল্যাণমূলক সংগঠন যা রাজধানীর বুকে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে থাকে। গোসাইরহাট উপজেলার উন্নয়নে বিভিন্ন সামাজিক কর্মসূচি ও শিক্ষাবান্ধব নানা উদ্যোগ এবং শিক্ষার্থীদের মধ্যকার ভ্রাতৃত্ব ও সম্পর্কের সেতুবন্ধন বিনির্মাণে এই সংগঠন কাজ করে থাকে।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন সভাপতি শফিউল্লাহ সুমন, সিনিয়র সহ-সভাপতি ফাহাদ সিদ্দিকী, সহ-সভাপতি আঃ রহিম শিকদার ও ইউসুফ আলী খাঁন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক হানজালা তাহা, আবিদ হাসান সুমন ও রাকিব হোসেন, ট্রেজারার মাসুদুর রহমান (শান), সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, ওমর ফারুক (ঢাকা কলেজ) ও আবির হোসেন (বাংলা কলেজ), দপ্তর সম্পাদক আবু সালেহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ হোসেন, ছাত্র কল্যাণ সম্পাদক তাহমিদ শিহাব।