
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ কর্তৃক আয়োজিত “এন্টিবায়োটিক রেজিসটেন্স এওয়ারনেস” সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উক্ত বিভাগের চেয়ারম্যান আসমা কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সেকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডীন প্রফেসর ড. এস. এম আব্দুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার ড. রফিক উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামরান চৌধুরী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল ”এন্টিবায়োটিক এর সঠিক ব্যবহার”। এই উপলক্ষে অনুষ্ঠিত কুইজ প্রোগ্রাম, পোস্টার প্রেজেন্টেশন এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।