Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর দিনকে দিন বেড়ে চলছে কোভিড-১৯ সংক্রমনের সংখ্যা

শরীয়তপুর দিনকে দিন বেড়ে চলছে কোভিড-১৯ সংক্রমনের সংখ্যা

৫ মে মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জেলায় সর্বমোট নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফল ৮২১ জনের মধ্যে ফলাফল এসেছে ৭৪৬ জনের। এর মধ্যে পজিটিভ ৩৯ জন।

মঙ্গলবার পর্যন্ত নড়িয়া উপজেলায় আক্রান্ত ১১ জন এর মধ্যে মৃত ০১ জন, জাজিরা উপজেলায় আক্রান্ত ০৭ জন, সদর উপজেলায় আক্রান্ত ০৯ জন, ডামুড্যা উপজেলায় আক্রান্ত ০৮ জন এর মধ্যে মৃত ০১ জন, ভেদরগঞ্জ উপজেলায় আক্রান্ত ০২ জন ও গোসাইরহাট উপজেলায় আক্রান্ত ০২ জন।

মোট মৃত্য ০২ জন। পুরাতন রোগীর ফলোআপ ফলাফল পজিটিভ ০৪ জন। সদর হাসপাতাল আইসোলেশন ০১ জন।

শরীয়তপুর জেলা করোনা কন্ট্রোল রুম সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও ফোকাল পার্সন ডাঃ মোঃ আবদুর রশিদ এই তথ্য নিশ্চিত করেন।