
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (এ্যাডাস্ট) কর্তৃক আয়োজিত নবীন বরণ ২০২১ (স্প্রিং এন্ড সামার সেমিস্টার) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ লাইভের মাধ্যমে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সেকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী সিকদার। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর ও সম্মানিত ট্রাস্টি সদস্য ড. এম শাহীন খান।
প্রধান অতিথির বক্তৃতায় লিয়াকত আলী সিকদার শিক্ষার্থীদের অভিনন্দিত করে তাদের মানবিক ও দক্ষ জনশক্তি হিসাবে গড়ে ওঠার আহবান জানান।
প্রফেসর ড. শাহীন খান শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তথ্য ও পরিচিতি তুলে ধরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সুযোগ কাজে লাগিয়ে নিজেকে যোগ্য করে তোলার আহবান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাস্টি সদস্য সৈয়দ মো: হেমায়েত হোসেন, গোলাম সরোয়ার কবির, মোঃ জোনায়েত আহমেদসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ও ফামের্সী বিভাগের এ্যাডভাইজর প্রফেসর ড. মো: আসলাম হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এ্যাভাইজর প্রফেসর ড. মোহাম্মদ নাসির উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এ্যাডভাইজর প্রফেসর ড. শেখ মো: মমিনুল আলম, আইন বিভাগের চেয়ারম্যান এ. এম. মো: সাঈদ, এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. সোনিয়া তাবাসুম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক কামরান চৌধুরী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম স্বস্ব বিভাগ সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
নবীন বরণ ২০২১ (স্প্রিং এন্ড সামার সেমিস্টার) অনুষ্ঠানটি এ্যাডাস্ট অফিসিয়াল ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |