
বীমা কোম্পানিগুলোর মধ্যে ব্যবসায়িক প্রতিযোগিতা থাকবে কিন্তু অন্য কোম্পানির ভালো কাজকে স্বাগত জানাতে হবে এবং তা অনুসরণ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম ও পপুলার লাইফ ইনস্যুরেন্সের সিইও বিএম ইউসুফ আলী।
রবিবার রাজধানীর পুরানা পল্টনে ফারইষ্ট টাওয়ারে ‘ফারইষ্ট অ্যাপ, কমপোজিট সার্ভিস সেন্টার ও টিভিসি’ উদ্বোধনের সময় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, একটি কোম্পানি এগিয়ে যাওয়া মানে দেশের জন্য কিছু করা। আগামীতে যেন বীমার অবদান বৃদ্ধি পায় এজন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
এ সময় তিনি দেশের ইসলামী শরীআ মোতাবেক পরিচালিত লাইফ বীমা কোম্পানিগুলো পরিচালনা সংক্রান্ত যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে আইআরডিএ’র দৃষ্টি আকর্ষণ করেন। একইসঙ্গে সব বীমা কোম্পানিতে ইসলামী শরীআ ইউং চালু করার তাগিদ দেন।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ফারইষ্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |