
শরীয়তপুরে করোনায় কর্মহীন ১’শ দুস্থ অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাজেদুল হক জসীম বেপারী।
বুধবার (১৩ মে) বেলা ৩ টার দিকে পৌরসভা ৪ নং ওয়ার্ডের অসহায় দুস্থদের মাঝে জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের নেতৃবৃন্দদের নিয়ে তিনি এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, চিনি, সেমাই, লাচ্ছা সেমাই, ন্যুডস, লবণ, সাবান ও দুধ।
এ বিতরণের সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য ও জিপি এডভোকেট আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন মৃধা, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, পৌরসভা সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান স্বপন খান, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক আ: হাকিম খান, জেলা স্বেচ্ছাসেবকলীগ দপ্তর সম্পাদক বি এম ইলিয়াস, বিশিষ্ট ব্যবসায়ী হারুন-অর-রশিদ বেপারী, রফিকুল ইসলাম বেপারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ দপ্তর সম্পাদক মুনতাছির মনির ও ছাত্রলীগ নেতা আশাদুজ্জামান শাওনসহ অনেকে।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, করোনা পরিস্থিতিতে অনেক লোক কর্মহীন হয়ে যায়। অসহায় মানুষগুলো আরো অসহায় হয়ে যায়। এসব অসহায় মানুষের সাময়িক সময়ের জন্য খাদ্েযর অভাব পূরণ করতে আমাদের এ খাদ্যসামগ্রী বিতরণ।