সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে করোনায় কর্মহীন ১’শ দুস্থ অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা

শরীয়তপুরে করোনায় কর্মহীন ১’শ দুস্থ অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা
শরীয়তপুরে করোনায় কর্মহীন ১’শ দুস্থ অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা

শরীয়তপুরে করোনায় কর্মহীন ১’শ দুস্থ অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাজেদুল হক জসীম বেপারী।

বুধবার (১৩ মে) বেলা ৩ টার দিকে পৌরসভা ৪ নং ওয়ার্ডের অসহায় দুস্থদের মাঝে জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের নেতৃবৃন্দদের নিয়ে তিনি এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, চিনি, সেমাই, লাচ্ছা সেমাই, ন্যুডস, লবণ, সাবান ও দুধ।

এ বিতরণের সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য ও জিপি এডভোকেট আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন মৃধা, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, পৌরসভা সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান স্বপন খান, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক আ: হাকিম খান, জেলা স্বেচ্ছাসেবকলীগ দপ্তর সম্পাদক বি এম ইলিয়াস, বিশিষ্ট ব্যবসায়ী হারুন-অর-রশিদ বেপারী, রফিকুল ইসলাম বেপারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ দপ্তর সম্পাদক মুনতাছির মনির ও ছাত্রলীগ নেতা আশাদুজ্জামান শাওনসহ অনেকে।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, করোনা পরিস্থিতিতে অনেক লোক কর্মহীন হয়ে যায়। অসহায় মানুষগুলো আরো অসহায় হয়ে যায়। এসব অসহায় মানুষের সাময়িক সময়ের জন্য খাদ্েযর অভাব পূরণ করতে আমাদের এ খাদ্যসামগ্রী বিতরণ।


error: Content is protected !!