Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
সংবর্ধনা প্রদান করলেন ইকবাল হোসেন অপু এমপি

শরীয়তপুর জেলা প্রশাসককে বদলীজনিত সদর উপজেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা

শরীয়তপুর জেলা প্রশাসককে বদলীজনিত সদর উপজেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা
শরীয়তপুর জেলা প্রশাসককে বদলীজনিত সদর উপজেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা

শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহেরকে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করলেন আওয়ামী লীগ কেন্দ্রী সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এ সময় সংসদ সদস্য বলেন, আমাদের জেলা প্রশাসককে বিদায়ের মধ্য দিয়ে একজন যোগ্য ও দক্ষ জেলা প্রশাসককে হারালাম। যিনি একজন আওয়ামীলীগ সরকার বান্ধব একজন জেলা প্রশাসক ছিলেন। এরপর তিনি জেলা প্রশাসকের ভবিষ্যত জীবনের কল্যাণ কামনা করেন।

সোমবার ৫ অক্টোবর দুপুর ১ টার দিকে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী আবু তাহেরকে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

বিদায়ী জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, শরীয়তপুর জেলায় কর্মরত অবস্থায় তিনি সবসময় শরীয়তপুরের উন্নয়নের কথাই চিন্তা করেছেন এবং বাস্তবায়ন করেছেন। তিনি আরও বলেন, আমি বিভিন্ন প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছি, যেগুলো বাস্তবায়ন হলে শরীয়তপুর একটি আধুনিক শিল্প নগরীতে পরিণত হবে। এরপর তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন, পুলিশ সুপার কার্যালয়ের ডিইও-১ আজহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।

শারদীয় দুর্গাপূজা-২০২০ উপলক্ষে আইজিপি ড. বেনজীর আহমেদের সাথে শরীয়তপুর জেলা পুলিশের ভিডিও কনফারেন্স

পুলিশ হেডকোয়াটার্স হতে বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২০ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সোমবার ৫ অক্টোবর পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

উক্ত ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার(শাওন), শরীয়তপুর, জেলা বিশেষ শাখা ডিআইও-২ মোঃ কামরুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।