Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025
উদযাপন উপলক্ষে আলোচনা সভা

শরীয়তপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস

শরীয়তপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস

শরীয়তপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মামুনুল হাসান।

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবেদা আফসারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব রহমান শেখসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় শিশুর জন্ম হওয়ার সাথে সাথেই যেন জন্ম নিবন্ধন সম্পন্ন হয়। জন্ম তারিখ নিয়ে পরবর্তীকালে যেন ভোগান্তিতে পরতে না হয়, সে বিষয়ে আলোচনা হয়।