মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে ১৭১৭ করোনা আক্রান্তের মধ্যে ১৬৩৮ জন সুস্থ, সক্রিয় রোগির সংখ্যা ৫৬ জন

শরীয়তপুরে ১৭১৭ করোনা আক্রান্তের মধ্যে ১৬৩৮ জন সুস্থ, সক্রিয় রোগির সংখ্যা ৫৬ জন

শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় আরো ০২ জনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭১৭ জন। নতুন করে গোসাইরহাট উপজেলার ০২ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। নতুন করে কাউকে মৃত ঘোষণা করা হয়নি।

মঙ্গলবার ০৬ অক্টোবর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

জেলায় নতুন ০২ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার ০১ জন ও গোসাইরহাট উপজেলার ০১ জন।

বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় ২৫ জনের নমুনাসহ এ পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৩৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে নতুন ১৮ জনসহ মোট ৮ হাজার ২৭৯ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৬৭৮ জন, জাজিরায় ১৯২ জন, নড়িয়ায় ২২৪ জন, ভেদরগঞ্জে ২২৯ জন, ডামুড্যায় ১৭৭ জন ও গোসাইরহাটে ২১৭ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১৭১৭ জন।

০৬ অক্টোবর পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৬৬৬ জন, জাজিরায় ১৭৫ জন, নড়িয়ায় ২১২ জন, ভেদরগঞ্জে ২০১ জন, ডামুড্যায় ১৭১ জন ও গোসাইরহাটে ২১৩ জন। মোট সুস্থ ১৬৩৮ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা- ৫৬ জন।

এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০৪ জন, জাজিরা উপজেলায় ০২ জন, নড়িয়া উপজেলায় ১১ জন, ভেদরগঞ্জে ০৫ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ২৩ জন।


error: Content is protected !!