
শরীয়তপুর পৌরসভার পক্ষ থেকে শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহেরকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় পৌরসভার সভাপক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল বলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের একজন যোগ্য মেধাবী জেলা প্রশাসক ছিলেন। যোগ্যতা, সততা ও কর্মনিষ্ঠার জন্য শরীয়তপুরবাসী তাকে হৃদয়ে স্থান করে নিয়েছে। এজন্য শরীয়তপুরবাসী তাকে দীর্ঘদিন স্মরণে রাখবে।
জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, শরীয়তপুরবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছে আমি তা কখনো ভুলবোনা। স্থান পরিবর্তন হলেও আমি শরীয়তপুরবাসীর কাছ থেকে বিদায় নিচ্ছিনা। আমি আপনাদের মাঝে সবসময় থাকতে চাই।
এ সময় পৌর সচিব মো. এনামুল হক, পৌর কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক, আব্দুর রশিদ সরদার, মোতালেব ঢালী, কাশেম মোল্যা, রোকেয়া বেগম, ইমু আক্তার, ফেরদৌসী বেগম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।