
আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শরীয়তপুর সদর উপজেলা চত্ত্বরে আয়োজিত তিন দিনের কৃষি প্রযুক্তি মেলা সমাপ্ত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটরিয়ামে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুর খামার বাড়ির উপপরিচালক মো. আমীর হামজা। প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মো. আমীর হামজা বলেন, উন্নত কৃষি ও অধিক ফলনের জন্য উদ্ভাবিত কৃষি প্রযুক্তির বিকাশ ঘটাতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, দেশে সনাতন কৃষি পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। উন্নয়নের ধারাকে আরও বেগবান করার জন্য উদ্ভাবিত প্রযুক্তি সমুহের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে মেলার এ আয়োজন।
সদর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জসিম উদ্দিন মোল্যা, উপসহকারী কৃষি অফিসার আবুল কালাম ও কৃষক নিজাম উদ্দিন হাওলাদার।
এ সময় বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শরীয়তপুর সদর উপজেলা কৃষি অফিস এই মেলার আয়োজন করে। মেলায় ১০ স্টল প্রদর্শিত হয়েছে। প্রদর্শিত স্টলসমূহের মধ্যে শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, ভাসমান বেডে সবজি চাষ, মাটির স্বাস্থ্য সংরক্ষন, নিরাপদ ফসল চাষ প্রভৃতি। গত ৫ অক্টোবর মেলা উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।