
শরীয়তপুর ‘বিডি ক্লিন’-এর উদ্যোগে সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার ৯ অক্টোবর সকাল ১০ টায় সার্কিট হাউজ সড়কে সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে এ মানববন্ধন করা হয়।
উক্ত মানববন্ধনে বিডি ক্লিন এর সদস্যসহ সাংবাদিক পেশাজীবী ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করে। বিডি ক্লিন শরীয়তপুরের সমন্বয়কারী এডভোকেট মাসুদুর রহমান বলেন, আর নয় নারী নির্যাতন, করতে হবে সুন্দর সুখী জীবন। তিনি আরো বলেন, আপনার সন্তানকে বেশি বেশি করে স্বেচ্ছাসেবী সংগঠনের অন্তর্ভুক্ত করেন। কারণ, যারা স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে তারা কখনও ধর্ষক হয় না সুতরাং যত বেশি স্বেচ্ছাসেবকের কাজ করবে তারা ততো অপরাধ থেকে দূরে থাকবে।
মানববন্ধনে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |