শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

শরীয়তপুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

শরীয়তপুরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ৫০ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ অক্টোবর বিকেল ৩ টার দিকে জেলা সমাজসেবা কার্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।

এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: কামাল হোসেন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: শামীম হোসেন। এছাড়া জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫০ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রয়েছে সাতদিন মনোসামাজিক প্রশিক্ষণ এবং ৪৩ দিন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। ৩০ জনকে সেলাই প্রশিক্ষণ এবং ২০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে সনদসহ নগদ ১০ হাজার টাকা অথবা সেলাই মেশিন ও আনুষাঙ্গিক দ্রব্যাদি দেয়া হবে।প্রতিদিন প্রশিক্ষণার্থীরা ৩০০ টাকা করে ভাতা পাবেন এবং সকাল ও দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে। বেদে অনগ্রসর জনগোষ্ঠীর যাতে দক্ষতা উন্নয়ন করে সমাজের মূল স্রোতধারায় অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করতে পারে সে লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ইতিপূর্বে দুইটি ব্যাচকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রতি অর্থবছরেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে।

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এর উদ্বোধন শেষে আর একটি অনুষ্ঠানের মাধ্যমে বেদে অনগ্রসর ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি চেক বিতরণ করা হয়।


error: Content is protected !!